শাহরিয়ার শাকির শেরপুর জেলা প্রতিনিধি: ১২ জুন ময়মনসিংহ মেডিক্যাল পিসিআর ল্যাবে শেরপুরের ৭০ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শেরপুরে আরো নতুন করে ০৭ জন করোনা আক্রান্ত হয়েছে । এর মধ্যে শেরপুর সদরে ৩ ও ঝিনাইগাতীতে ৪ জন সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট সনাক্ত হলেন ১৬০ জন আর মারা গেছেন দুইজন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ৭৬ জন , আর চিকিৎসাথীন আছে ৮২ জন। আক্রান্তের দিকে শেরপুর সদরে সবচেয়ে বেশি সনাক্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ শেরপুরের ২১৩ টি নমুনার মধ্যে ৭০ টি পরীক্ষা করা হয়। শেরপুরে এ পযর্ন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ২৭৫৮ টি এর মধ্যে মোট রিপাের্ট পাওয়া গেছে ২৬১৫ টি। বাকি রয়েছে আরো ১৪৩ টি নমুনা। ময়মনসিংহ মেডিক্যাল পিসিআর ল্যাবে নমুনা জটের কারণে নমুনা পরীক্ষা দেরি হচ্ছে। এতে কেেরানা সংক্রমিত হচ্ছে। সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওইসব তথ্য নিশ্চিত করে জানান, শেরপুরে ২ মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ জনে। করোনার বিস্তার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান তিনি।