ময়মনসিংহ ২৯.৩°সে ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রিশালে ভাই-বোনসহ কোভিড-১৯ পজেটিভ আরো ৬জন


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে নতুন করে আরো ৬জন করোনা ভাইরাস (কোভিট-১৯) পজেটিভ শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১১জুনের সংগ্রহ করা ১১টি নমুনার সবকয়টি পরীক্ষার ফলাফলে ছয় জনের কোভিট-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম।
তিনি জানান, ছয় জনের মধ্যে দুই ভাই বোন রয়েছে, তারা হলেন, পৌর শহরের ৮নং ওয়ার্ডের দরিরামপুর গ্রামের জাওয়ান (১০) ও তোবা (৩)। অন্যান্যরা হলেন, কাঁঠাল ইউনিয়নের বিলবোকা গ্রামের জুলহাস (৩০), মোক্ষপুরের ইউনিয়নের মোক্ষপুর গ্রামের কবির (২৭), রামপুর ইউনিয়নের বীররামপুর গ্রামের ফারুক (৩০) মঠবাড়ী ইউনিয়নের অলহরী জয়দা গ্রামের সোহেল রানা (৩০)। এ নিয়ে ত্রিশালে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪২ জনে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, কমিউনিটি লেভেলে করোনা ছড়িয়ে গেছে বেশ ভালোভাবেই। কোন লক্ষণ ছাড়াও অনেকের মাঝেই ভাইরাসটি ধরা পরছে। তাই যারা বাইরে যাচ্ছেন, তারা সাবধান হোন। যাদের নিত্য প্রয়োজনীয় কাজে বাইরে যেতেই হচ্ছে, তারা সন্দেহ হলেই টেস্ট করান। নিতান্ত প্রয়োজন না হলে বের হবেন না। সর্বদা মাস্ক পরিধান করার আহবান জানান তিনি।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত