ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি , ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়ন চৌদার উত্তর পাড়া গ্রামে উঠানে পানি জমাকে কেন্দ্র করে সংঘর্ষে ইমান আলী(৫০) নামের এক জনের নিহত এবং এ ঘটনায জড়িত থাকার অভিযোগে ৩ জন গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায় নিহত মোঃ ইমান আলীর বাড়ীর উঠানে বৃষ্টির পানি জমে নর্দমার সৃষ্টি হওয়ায় তিনি পানি নিস্কাশনের জন্য নালা তৈরি করলে সেই পানি পাশবর্ত্তী নাজমুলের বাড়িতে ঢুকে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ঝগড়া শুরু হয়, এক পর্যায়ে ইমান আলি মাটিতে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়ে অজ্ঞান হয়ে যায়।
বাড়ির অন্যান্য লোকজন ইমান আলী কে তোলে দ্রুত ফুলবাড়ীয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেরে কর্তব্যরত ডাক্তার তাহাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় ফুলবাড়ীয়া থানা পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ঘটনায় জড়িত থাকার দায়ে মূল আসামীসহ ৩ জন কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন . মোঃ নাজমুর হোসেন (২০), ২. মোঃ আব্দুল আজিজ (৫৫), ৩. নাজমা আক্তার (৪০)। এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানা পুলিশ পরির্দশক( তদন্ত) শেখ জহিরুল হক মুন্না বলেন, এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা দায়ের প্রক্রিয়াধীন।