ময়মনসিংহ ২০.৭৪°সে ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শতাধিক মদের বোতলসহ তামিল অভিনেত্রী আটক


 

তামিল অভিনেত্রী রাম্যা কৃষ্ণাণের গাড়ি থেকে একশরও বেশি মদের বোতল উদ্ধার করেছে চেন্নাই পুলিশ। এ ঘটনায় তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, দক্ষিণ ভারতের মামল্লপুরম থেকে চেন্নাই যাওয়ার পথে চেঙ্কালপেট নামক জায়গায় চেকপোস্টে রাম্যার গাড়ি আটকে দেয় পুলিশ।

এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে ৯৬ বোতল বিয়ার এবং ৮ বোতল ওয়াইন উদ্ধার করা হয়। যা বৈধ নয়।

সেসময় রাম্যা ও তার বোন বিনয়া কৃষ্ণাণ গাড়িতে উপস্থিত ছিলেন। গাড়িতে মদের বোতল পাওয়ায় তাদের পুলিশি হেফাজতে নেয়া হয়। গাড়ির চালক গ্রেফতার করা হলেও জেরা করার পর ব্যক্তিগত জামিনে মুক্তি পান রাম্যা এবং তার বোন।

ভারতের দীর্ঘ দিনের লকডাউনের পরে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের শাখাগুলোতে মদ বিক্রি শুরু হলেও চেন্নাইতে এখনও শুরু হয়নি।

এর মধ্যেই শতাধিক মদের বোতল নিয়ে পুলিশের কাছে আটক হলেন ‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী রাম্যা।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত