স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস (কোভিট-১৯) এর প্রার্দুভাবের কারণে গতকাল ১৬ই জুন সকালে ময়মনসিংহ প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে খ্রীষ্টান সলিডারিটি ইন্টারন্যাশনাল (সি.এস.আই.) এর আর্থিক সহযোগিতায় এবং প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার এর আয়োজনে ১৫শত ১০ জন প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তা অনুষ্ঠানে ময়মনসিংহ প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের নির্বাহী পরিচালক ড. অঞ্জন কুমার চিচাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও খাদ্য সহায়তা প্রদান করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের সকল কর্মকর্তা-কর্মচারীসহ প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।