ময়মনসিংহ ২০.৭৪°সে ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রিশালে পুলিশসহ আরো ১৪ জনের কোভিট-১৯ পজেটিভ


 ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস (কোভিট-১৯)-এ ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক পুলিশ সদস্যসহ আরো ১৪জন পজেটিভ শনাক্ত হয়েছে। সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে এ ফলাফল আসে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম।
তিনি জানান, গত ১৪ ও ১৫জুন ৩৩ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে সোমবার সবগুলো নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৪ জন করোনা পজেটিভ (কোভিট-১৯) শনাক্ত হয়।

আক্রান্তরা হলেন, পৌর শহরের দরিরামপুর এলাকার দিদারুল (৩৬), ১নং ওয়ার্ড নামাপাড়া এলাকার ফারজানা (৩০), দরিরামপুর এলাকার আমিন (২৫), দরিরামপুর ৯নং ওয়ার্ডের আনিসুর রহমান (৩৮), ৬নং ওয়ার্ড নওধার এলাকার শাহাদাত (২৮), ত্রিশাল থানার পুলিশ কনস্টবল রব্বানী (২৭), রামপুর ইউনিয়নের দরিল্লা গ্রামের মামুন (২২), রামপুর ইউনিয়নের বীরামপুর গ্রামের শিশু তাইয়িবা (২), একই গ্রামের আরিফ রব্বানী (৩১), সদর ইউনিয়নের ছলিমপুরের মনির (৩০), মঠবাড়ী ইউনিয়নের অলহরি দুর্গাপুর গ্রামের মানিক (২৭), বালিপাড়া ইউনিয়নের বিয়ারা গ্রামের মতিউর রহমান (৩৮), সাখুয়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের তাহমিনা (২২) ও ধানীখোলা ইউনিয়নের শামানিয়া পাড়া গ্রামে আতাহার আলী (২৪)।
সকলকে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত