ময়মনসিংহ ২৯.৩°সে ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করন ঘোষণার দাবীতে নেত্রকোনা মাদরাসা শিক্ষকদের মানববন্ধন প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি


 

আব্দুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি , সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ঘোষনার দাবিতে রবিবার নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি, নেত্রকোনা জেলা শাখার ব্যানারে সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন ইবতেদায়ী মাদরাসার শিক্ষকবৃন্দ অংশ গ্রহন করেন।

মানববন্ধন চলাকালে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে অবিলম্বে জাতীয় করণসহ ৭ দফা দাবী দ্রæত বাস্তবায়নের লক্ষ্যে বক্তব্য রাখেন জেলা সমিতির সভাপতি শামছুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, সদস্য রফিকুল ইসলাম, আব্দুল লতিফ, হাফসা আক্তার, তানিয়া আক্তার, আলপনা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

২১/০৬/২০ ইং

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত