মো. ইয়াকুব আলী,ফুলপুর
ময়মনসিংহের ফুলপুরে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রমে নিরলস প্রচেষ্টায় উপজেলাব্যাপী প্রশংসার দাবিদার হয়ে উঠেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।পরিবার পরিজনকে ছেড়ে করোনা মহামারীর এই সংকটময় মুহূর্তে ঝুঁকি নিয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলার মানুষের পাশে দিন-রাত একাকার করে ক্লান্তিহীন ভাবে ছুটে চলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।
এবারে তার ঈদও কেটেছে মানুষের সেবার মধ্যদিয়ে। কর্মক্ষেত্রের প্রত্যেকটি জায়গায় তিনি অত্যন্ত জনবান্ধব,সৎ,কর্তব্যপরায়ণ,মেধাবী
ও সাহসীকতার ভূমিকা রেখেছেন।উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাজনরা জানান,মহামারি করোনা ভাইরাস কোভিট-১৯ এর শুরু থেকেই জীবনের ঝুকি উপেক্ষা করে তিনি এক মুহুর্তের জন্যও পিছপা হয়নি। সরকারী নির্দেশনা এবং ঘোষিত লকডাউন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি এবং আইন-শৃঙ্খলা নিশ্চিতকরাসহ অন্যান্য মানবিক কাজে নিজেকে সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রেখেছেন।
তার কাজের মহিমায় উপজেলার সকল শ্রেনী পেশার মানুষ সকল সরকারী কর্মকর্তাগন তাকে নিয়ে গর্ববোধ করেন। তার এই কর্মগুনে তিনি আম-জনতার ইউএনও হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের নেতৃত্বে ফুলপুর পৌর এলাকাসহ উপজেলার সবকটি ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন ও হতদরিদ্র ও বিভিন্ন স্তরের মানুষকে অনুদান প্রদানে যেন প্রকৃত দরিদ্র করমহীনরা ত্রাণের আওতায় আসে সে লক্ষে তিনি প্রতিটি ইউনিয়ন, গ্রামে,পাড়া-মহল্লায় অবরস্থিত মসজিদ, মন্দির ও গীর্জা ভিত্তিক কমিটি গঠন করে ত্রাণ বিতরণ করায় এই কার্যক্রমে তিনি সর্ব মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এই সব ত্রাণ বিতরণ কার্যক্রম মনিটরিং,বাজার মনিটরিং, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের তদারকি,তাদের গতিবিধি তদারকি করাসহ দেশের অন্যান্য জায়গা থেকে আগত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ, পুলিশ ও ইউপি চেয়্যারম্যান রাজনৈতিক ব্যাক্তিবর্গকে সহায়তা করা এবং প্রত্যেক হতদরিদ্রের নিকট সুষ্ঠভাবে ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে তার নির্দেশে উপজেলায় নিয়োগকৃত ট্যাগ (তদারকি) কর্মকর্তারা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
সরকারী সহায়তার পাশাপাশি এ উপজেলায় তিনি ফুড বাস্কেট নামে খাদ্য সংগ্রহের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে সফলতার সাথে বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগীতাসহ আর্থিক সহায়তা নিয়ে কর্মহীন মানুষদের মাঝে বিতরণ করে যাচ্ছেন।যা জেলা শহরসহ অত্র এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ফুড বাস্কেটের মাধ্যমে সংগ্রহকৃত খাদ্য উপজেলা ত্রান কমিটি ও জনপ্রতিনিধিদের মাধ্যমে, যেখানে যখন খাদ্য সংকট পড়েছে তাৎক্ষণিক ছুটে গিয়ে ওই মানুষগুলোর মাঝে সুষ্ঠভাবে বিতরণ করেছেন।
এমনকি ঈদের দিনেও নিজের কথা না ভেবে ছুটে গেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষগুলোর খোঁজ খবর নিতে এবং তাদের সহায়তা দিতে,যাতে তারা কষ্ট না করে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখার স্মারক নং- ০৫.৪৫.০০০০.০০৬.১৯.০১০.১৮-২১৪ তারিখ- ১৭ জুন ২০২০ মূলে বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামকে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়।
একই প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত শীতেষ চন্দ্র সরকারকে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়ন/বদলী করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অভিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।মোঃ সাইফুল ইসলাম গত ২৮/০৭/১৯ ইং তারিখ হতে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।