ময়মনসিংহ ২৬.৬৮°সে ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ


আব্দুর রহমান, নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক মঈনউল ইসলাম নিজ কার্যালয়ের হলরুমে চেক বিতরণ করেন।

এ পর্যন্ত ৪১৪ জনের মাঝে ৭৮ কোটি ২ লাখ ৯ হাজার ৬ শ ৯৮ টাকার চেক প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

এ সময় সদর উপজেলার বাংলা ইউনিয়নের নির্ধারিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের জায়গায় প্রকৃত ১৮ জন ভূমি মালিকের হাতে ২ কোটি ১৪ লাখ টাকার চেক তুলে দেয়া হয়। এছাড়াও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জন্য নির্ধারিত কৈলাটি ইউনিয়নের বিল মালিকদের হাতেও ৩ কোটি ১৪ লাখ চেক প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত