আব্দুর রহমান, নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক মঈনউল ইসলাম নিজ কার্যালয়ের হলরুমে চেক বিতরণ করেন।
এ পর্যন্ত ৪১৪ জনের মাঝে ৭৮ কোটি ২ লাখ ৯ হাজার ৬ শ ৯৮ টাকার চেক প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
এ সময় সদর উপজেলার বাংলা ইউনিয়নের নির্ধারিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের জায়গায় প্রকৃত ১৮ জন ভূমি মালিকের হাতে ২ কোটি ১৪ লাখ টাকার চেক তুলে দেয়া হয়। এছাড়াও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জন্য নির্ধারিত কৈলাটি ইউনিয়নের বিল মালিকদের হাতেও ৩ কোটি ১৪ লাখ চেক প্রদান করা হয়।