তাইজুল ইসলাম জুয়েল:
ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় ফল পট্টির সামনে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিল কিছু সংখ্যক ব্যবসায়ী।যার ফলে স্বাস্থ্যবিধি মেনে ফল ক্রয় করা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়ে ছিল। তখন তিনি নতুন বাজার সহ বেশ কয়েক জায়গায় বাজার মনিটরিং করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন ময়মনসিংহ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম। জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক আজকের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। তখন স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক অনুরোধ করা হলো।আর তখন এরেই ধারাবাহিকথায় পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে পরামর্শ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম।