মোঃ আনিস আহম্মেদ,ময়মনসিংহ।
সংবাদমাধ্যম দেশের করোনা ক্রান্তিলগ্নে তথ্য ও যোগাযোগ দিয়ে দেশ ও দশের সেবায় অগ্রণী ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন বাংলাদেশ রিপোর্টারস্ ফোরাম কেন্দ্রীয় কমিটি'( বি, আর, এফ) এর নবনির্বাচিত আহবায়ক এ এস এম সাদেকুল ইসলাম।
বাংলাদেশ সহ আন্তর্জাতিক পর্যায়েও আমাদের গণমাধ্যম নানা প্রতিকূলতা উপেক্ষা করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। করোনা দুর্যোগেও এর ব্যতিক্রম হয়নি বরং অভাবিত এ সংকটে জীবনের ঝুঁকি উপেক্ষা করেই নাগরিকদের বস্তুনিষ্ঠ তথ্যপ্রাপ্তি নিশ্চিতে ও জনসচেতনতা বৃদ্ধিতে ফ্রন্টলাইনে গণমাধ্যমকর্মীরা সাহসী ভূমিকা পালন করছেন, এবং পক্ষপাতিত্ববিহীন সাংবাদিকতা’ এর যথার্থ দৃষ্টান্ত স্থাপন করছেন। তিনি সেসব সাহসী সাংবাদিকদের অভিবাদন জানান।
একইসাথে গণমাধ্যমকর্মীদের এ সাহসী ভূমিকা অব্যাহত রাখতেও উৎসাহ প্রদান করেন। এবং গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার উপযোগী পরিবেশ এবং সংবাদ কর্মীদের স্বাস্থ্যনিরাপত্তা ও নিয়মিত বেতনভাতার পাশাপাশি আপদকালীন ঝুঁকি ভাতা নিশ্চিত করার জন্য সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি উদ্বাত্ত্ব আহ্বান জানান।