ময়মনসিংহ ২৮.৯১°সে ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহী নিহত ও চালক আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা ঠাকুরবাড়ি বাদশা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আরমান (২০) শ্রীবরদী পৌরসভার তাঁতিহাটি গ্রামের আছাহক হকের ছেলে। আরমান পেশায় একজন কাঠমিস্ত্রি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে আরমান ও শান্ত তাঁতিহাটি গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ভায়াডাঙ্গা বাজার এলাকায় বেড়াতে যান। বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে শুক্রবার বেলা ১টার দিকে ভায়াডাঙ্গা ঠাকুরবাড়ি বাদশা মার্কেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

এতে দুই বন্ধু সড়কের ওপর ছিটকে পড়েন। মাথায় আঘাত পেয়ে মোটরসাইকেল আরোহী আরমান ঘটনাস্থলেই মারা যান ও চালক শান্ত গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় চালক শান্তকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনক্রমে তার লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত