ময়মনসিংহ ২৯.৩°সে ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা আক্রান্ত বিজিবি কর্মকর্তাকে ঢাকা সিএমএইচে স্থানান্তর


নিজস্ব প্রতিবেদক,

করোনা আক্রান্ত বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. আজিমকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ঢাকায় আনা হয়েছে।

বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়। এরপর তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হলে বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. আজিমকে চট্টগ্রাম সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত