ময়মনসিংহ ২১.০৩°সে ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মদনে ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ


নেত্রকোনা প্রতিনিধি,

নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচির কাজে ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। শ্রমিক সর্দার মোছা. রনি আক্তার, সর্দার মো. খায়রুল ইসলাম, আজি রহমান, রহিছ উদ্দিনসহ আটজন গত রোববার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে মদন উপজেলা নির্বাহী অফিসার, মদন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগের অনুলিপি দিয়েছেন। অভিযোগকারীরা বিষয়টি বৃহস্পতিবার সাংবাদিকদের জানান।

অভিযোগে জানা গেছে, জেলার মদন উপজেলার নায়েকপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান ও ইউনিয়ন পরিষদ সচিব হিরণ মিয়া পরস্পর যোগসাজসে পূর্বের শ্রমিকদের নাম বাতিল করে ধনাঢ্য, চেয়ারম্যান ও সদস্যগণর আত্মীয় স্বজনের নাম তালিকায় অন্তভুক্ত করে কাজ করছেন। অনেক শ্রমিক কাজ করার উচ্ছে থাকা সত্বেও তাদের নাম তালিকায় নেয়া হচ্ছে না। শ্রমিকরা স্ব স্ব প্রকল্পে ৩০ দিনের কাজ করে প্রকল্প সভাপতিগণ ৪০দিনের কাজের বিল পিআইও অফিসে জমা দিয়েছেন। ইউনিয়নে ২০৪জন শ্রমিকের মধ্যে ৭৯জন শ্রমিক প্রকল্পের ৩০দিনের কাজ করেছেন।

এ ব্যাপারে গত ১৪ জুন উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করা হয়। কোন কাজ না হওয়ায় গত রোববার বাদ পড়া শ্রমিক ও সর্দারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন।
নায়েকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, এ ব্যাপারে পরে কথা বলবেন বলে প্রসঙ্গ এড়িয়ে যান।

মদন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) শওকত জামিল বলেন, নায়েকপুর ইউনিয়নে ৪০দিনের কর্মসূচির কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আগামী সপ্তাহে তদন্ত প্রতিবেদন দেয়া হবে।
নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে যথযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত