ময়মনসিংহ ২৪.০৯°সে ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মদনে মোবাইল চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু


মদন (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার মদনে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তোফাজ্জল হোসেন (১৮) নামে এক যুবক মারা গেছেন।

রোববার দুপুরে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাশরী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তোফাজ্জল হোসেন এই গ্রামের রিপন মিয়ার ছেলে।

পারিবারিক সূত্র জানায়, মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হলে পরিবারের লোকজন দ্রুত মদন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন।

মদন থানার এসআই শামছুল আলম জানান, তোফাজ্জল হোসেন নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত