ময়মনসিংহ ২৩.৮৭°সে ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেরপুর জেলায় আওয়ামলীগ নেতাসহ নতুনকরে আরো ৫জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ২৩৫


শাহরিয়ার শাকির :

ময়মনসিংহ মেডিক্যাল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে ২৬ জুন শেরপুর জেলার ৭০টি নমুনার করোনা পরীক্ষা করা হয়। এতে শেরপুর জেলা আওয়ামীলীগের এক নেতাসহ ৫জন নতুন করে আক্রান্ত হয়েছে। এর মধ্যে শেরপুর সদরে ২জন ও নালিতাবাড়ীতে ৩জন রয়েছে। জেলায় এ পর্যন্ত মোট ২শ ৩৫ জন করানায় আক্রান্ত হলো বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে। করোনা পরীক্ষার জন্য আরো ১শ ৪৭টি নমুনা বাকী রয়েছে। শেরপুর জেলা এ পর্যন্ত মোট ৩ হাজার ৪শ ৫৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে, ৩ হাজার ৩শ ৯টি নমুনা। মোট আক্রান্ত ২শ ৩৫জন, সুস্থ হয়েছে ১শ ৩১ জন। চিকিৎসাধীন আছে ১শ ৪ জন।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত