এনামুল হক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষ্যে সারা দেশে এক কোটি গাছ লাগানোর লক্ষ্য মাত্রা নিয়ে কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগ। এই কর্মসূচির নাম দেয়া হয়েছে ‘মুজিববর্ষের আহবান, ৩টি করে গাছ লাগান।’
এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সরকার মোঃ সব্যসাচী এর নির্দেশে মুক্তাগাছা উপজেলা শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা সারাদেশের নেয় নিজ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
রবিবার (২৮ জুন) বিকালে পদুরবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠ পাঙ্গণে এ কর্মসূচি পালন করেন।
মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা মতে মুজিব শতবর্ষের গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগ এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়। এ সময় ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।