ময়মনসিংহ ২১.২৪°সে ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

র্দ্গুাপুর থানার করোনাজয়ী সাত পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি,

নেত্রকোনার দুর্গাপুর থানার করোনাজয়ী সাত পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ
করে নিলেন দুর্গাপুর থানা পুলিশ। সোমবার দুপুরে থানা গেটথেকে ফুলদিয়ে তাদেরকে বরণ করে নেন সহকর্মীরা।
প্রকাশ গত ১০জুন থানার দুই এস আই, এ এস আই ও কনস্টবল সহ মোট ৭ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হওয়ায় স্থানীয় একটি আবাসিক হোটেলে আক্রান্ত এই পুলিশ সদস্যগন আইসোলেশনে ছিলেন।

কয়েক দফা নমুনা পরীক্ষার পর তাদের করোনা রিপোর্ট নিগেটিভ হওয়ায় আজ ২৯ জুন সোমবার তাদেরকে বরণ করে নেয়া হয় এবং যথারিতি তারা তাদেও স্ব স্ব কাজে যোগদেন। এ সময় সিনিয়ির সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর-কলমাকান্দা)সার্কেল মাহমুদা শারমিন নেলি, অফিসার ইন-চার্জ দুর্গাপুর থানা মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ(তদন্ত)মীর মাহবুব আলম, এস আই আব্দুল হালিম, মোঃ আসাদুজ্জামান আসাদ, সুমন চন্দ্র দাসসহ দুর্গাপুর থানার পুলিশ সদস্য-সদস্যাগন উপস্থিত ছিলেন ।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত