তাইজুল ইসলাম জুয়েল:
মহামারী ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমন ঝুঁকি জেনেও থেমে থাকেনি ময়মনসিংহ নগরের উন্নয়নের কাজ। পর্যায়ক্রমে চলছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাজ। এ যেন এক উন্নয়নের জোয়ার। বিগত কয়েক বছর ধরে এই রাস্তাটির অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে আর তখন এলাকাবাসীর চলা ফেরা খুবই কঠিন ও অসাধ্য হয়ে পড়ে। আর তখনই জনস্বার্থে সাড়া দেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী খলিলুর রহমান ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান (হবি)।
তখন ময়মনসিংহ নগরীর ১৮ নং ওয়ার্ড রেল লাইনের পাশ গেঁয়ে কৃষ্টপুর দিলরওশন জামে মসজিদ পর্যন্ত এলাবাসীর দৃষ্টিনন্দন একটি নতুন রাস্তার ধারাবাহীক ভাবে কাজ শুরু করেছে স্থানীয় ওয়ার্ড সভাপতি সহ ওয়ার্ড কাউন্সিলর। আর তখন ১৮ নং ওয়াড কাউন্সিলর হাবিবুর রহমান (হবি) র একান্ত প্রচেষ্টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু ধারাবাহিকতায় উন্নয়ন কাজের বরাদ্দ ও অনুমোদন হয়।
রাস্তার এরকম পরিপাটি কাজের দৃশ্য দেখে এলাকাবাসী মুগ্ধ, আর তখন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান (হবি) ও আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি হাজী খলিলুর রহমান কে আন্তরিকভাবে ধন্যবাদ জানান সর্বস্তরের এলাকাবাসী।