তাইজুল ইসলাম জুয়েল:
বিশ্ব যখন মহামারী করোনা ভাইরাস সম্পকে আতংকিত আজ ঠিক সেই সময়ে থেমে থাকেনি ময়মনসিংহ জেলা তথ্য অফিসের সচেতনতা মূলক প্রচার- প্রচারনা। দীর্ঘদিন ধরেই তাদের এই সচেতনতা মূলক কার্যকলাপ তারা নগরের বিভিন্ন জায়গায় মাইকিং করে, জনসচেতনতা মূলক কার্যকলাপ, সামাজিক দুরুত্ব বজায়,ও লিফলেট বিতরন করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধ বার (২ জুলাই ) জেলা তথ্য অফিস, ময়মনসিংহ কর্তৃক করোনাভাইরাস সংক্রমনের ঝুঁকি রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় পৌরসভা এলাকা, রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড এবং ইউনিয়নসমূহের হাট বাজার, গ্রামাঞ্চলের রাস্তাঘাটসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে সারাদিনব্যাপী ব্যাপক প্রচার করা হয়।
বিভিন্ন অলিগলি থেকে শুরু করে পৌরশহরের ব্যস্ততম জায়গা যেমন- হাটবাজার, গৌহাটা এলাকাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে ব্যাপক প্রচার প্রচারনা করে আসছে। তখন তারা প্রতিদিনের রোড প্লেন অনুযায়ী তারা একেক জায়গায় প্রচার করে। তখন তাদের উক্তি ছিল যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন নিরাপদে থাকুন,ঘন ঘন সাবান দিয়ে হাত ধোওন, হাঁচি দেওয়ার সময় মুখে রুমাল অথবা টিস্যু ব্যবহার করুন,আর মুখে মাস্ক ব্যবহার করুন। মনে রাকবেন করোনা ভাইরাস যে কারও হতে পারে এ জন্য আপনি নিজেকে সাবধানে রাখুন এবং আপনার পরিবারকেও নিরাপদে রাখুন। তখন তারা গণমাধ্যম কর্মীদেরকে বলেন তাদের এ কার্যকলাপ অব্যাহত থাকবে বলে জানান জেলা তথ্য অফিস ময়মনসিংহ।