নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোনা পৌর সভার কাটলী খালপাড় এলাকার বাসিন্দা মো. মোশারফ হোসেনের সাথে প্রতারণা কওে টাকা আদায়ের অভিযোগ উঠেছে সদর উপজেলার আতকাপাড়া গ্রামের মো. মনোয়ার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় মোশারফ হোসেন গত মঙ্গলবার পুলিশ সুপার বরাবওে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে জানা গেছে, পৌর সভার কাটলী খালপাড় এলাকার বাসিন্দা মো. মোশারফ হোসেনের সাথে ব্যবসায়িক সূত্রে পরিচয় সদও উপজেলার লক্ষিগঞ্জ ইউনিয়নের মো. বাবুল মিয়ার ছেলে মো. মনোয়ার হোসেনের। পরিচয়য়ের সুবাধে মোশারফ হোসেনের ভাই আবদুর রব খানের।
গত বছরের ২৪ আগষ্ট রব খানের দোকান থেকে স্থানীয় ন্যাশনাল ব্যাংক নেত্রকোনা শাখার দুইটি চেক চুরি কওে নিয়ে যায় মনোয়ার হোসেন। বন্ধুত্বের কারনে মনোয়ার হোসেনকে কিছু জিজ্ঞাসাবাদ না করে পরদিন ওই বছরের ২৫ আগষ্ট এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানায় জিডি করেন রব খান। জিডি করার পর মনোয়ার হোসেন রব খানকে ফাঁসানোর চেষ্টায় লিপ্ত হয় এবং প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময় টাকা হাতিয়ে নেয়।মনোয়ার হোসেন বিভিন্ন সময় রব খানের বাবা মা ও পরিবারের অন্য সদস্যদেও ফাসিয়ে দিবে বলে ভয় দেখিয়ে টাকা আদায় করে।
মনোয়ার হোসেন পওে মোশারফ হোসেনের অপর ভাই মোবারক হোসেনকে হয়রানীর চেষ্টায় লিপ্ত হয়। ওই চেকের এ / সি ০০১৫৪৩৪০১১০৭৪ নাম্বার চেকের পাতা ও সিরিয়াল নং এনএসবি/এইচ ০১৫৬১১১ দিয়ে মোশারফ হোসেন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গত ২৩জুন নেত্রকোনা মডেল থানায় ৪০৬/৪২০ ধারায় মামলা দায়ের করেন। এতে কওে মোশারফ হোসেনের পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য মোশারফ হোসেন পুলিশ সুপার বরাবরে অভিযোগ করেন। নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।