জাহিদুল হক মনির,
শেরপুরের ঝিনাইগাতীতে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দেড় শতাধিক আদিবাসীর মধ্যে জেলা পুলিশের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ জুলাই সোমবার দুপুরে উপজেলার পশ্চিম গজারীকুড়া ও ছোট গজনী এলকায় এ ত্রাণ বিতরণ করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মোখলেছুর রহমান, ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন, উপপরিদর্শক (এসআই) খোকন প্রমুখ।