ময়মনসিংহ ২৯.৩°সে ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তর মেসিডোনিয়ায় ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশি উদ্ধার


দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের দেশ উত্তর মেসিডোনিয়া সীমান্তে একটি ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশিসহ ২১১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দক্ষিণাঞ্চলের গ্রিস সীমান্তের একটি আঞ্চলিক রোডে নিয়মিত টহলের সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে মেসিডোনিয়া পুলিশ। খবর আল জাজিরার।

খবরে বলা হয়েছে, সোমবার মধ্যরাতে সীমান্তে টহলের সময় গেভজেলিজা শহরের কাছে ট্রাকটি আটকানো হয়। এসময় ট্রাকে ১৪৪ জন বাংলাদেশি ও ৬৭ জন পাকিস্তানি নাগরিক ছিলেন বলে জানায় পুলিশ।

মেসিডোনিয়ার নাগরিক ২৭ বছর বয়সী ট্রাকচালককেও গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি। আটক অবৈধ অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। তাদের গ্রিসে পাঠানোর পরিকল্পনা চলছে।

এর আগে ২২ জুন উত্তর মেসিডোনিয়ায় একটি ট্রাকে ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে পাওয়ার পর আটক করে দেশটির পুলিশ।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত