মোঃ আলী ছোবান নেত্রকোনা প্রতিনিধিঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের পানিতে নেত্রকোনার নিন্মাঞ্চল পানির নীচে। জেলার বিভিন্ন উপজেলায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার সোমেশ্বরী, উদ্ধাখালী, মগড়াসহ বিভিন্ন নদীর পানি বেড়ে নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ওই সমস্ত নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করে জেলার বারহাট্টা, আটপাড়া, কলমাকান্দা, দুর্গাপুর, পূর্বধলা, মোহনগঞ্জের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা সদরসহ বিভিন্ন উপজেলার গ্রামীন সড়ক পানিতে তলিয়ে গেছে। জেলার মোহনগঞ্জ, বারহাট্টা, কলমাকান্দা, পূর্বধলা, দুর্গাপুর, আটপাড়া, সদর উপজেলার বিভিন্ন গ্রামের অভ্যন্তরীন সড়ক পানিতে ডুবে গেছে।
মোহনগঞ্জের গাগলাজুর, হাটনাইয়া, তেতুলিয়া, বারহাট্টার লামাপাড়া, সাহতা, রায়পুর, ফকিরের বাজার, কলমাকান্দার রংছাতি, খারনৈ, বড়খাপন, দুর্গাপুরের গাঁওকান্দিয়া, কৃষ্ণেরচর, কাকৈরগড়া, পূর্বধলার জারিয়া, হুগলাসহ বিভিন্ন উপজেলার শতাধিক গ্রামের সড়ক পানিতে তলিয়ে গেছে। ওই সমস্ত গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ গত ক’দিন ধরে পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। বাড়ি ঘর ও শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশে পানি থাকায় মানুষ বাড়ি থেকে বের হতে পারছে না। নৌকা, কলা গাছের ভেলা দিয়ে এবং কোমড় পানি মাড়িয়ে পানিবন্দি মানুষকে চলাচল করতে হচ্ছে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, জেলার বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। তবে ওই সমস্ত নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।