মো. আনোয়ার হোসেন তরফদার ভালুকা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় দুর্ঘটনা কবলিত মাছের খাদ্যবাহী পিকআপ বিদ্যুতায়িত হয়ে মো. কাজল মিয়া(৩৫) নামের একজন ঘটনাস্থলেই নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন। গতকাল বুধবার (০৮ জুলাই) বেলা ১১টারদিকে ভালুকা পৌরসভার কাঠালী এলাকায় ওই ঘটনাটি ঘটে। নিহত কাজল উপজেলার মামারিশপুর গ্রামের মোছলেম উদ্দিনের ছেলে। ওই ঘটনায় আহত শাহীন ও আল আমীনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার সময় পীকআপে করে কাঠালী এলাকার একটি মাছের খামারে খাদ্য নেওয়া হচ্ছিল। ওই সময় পিকআপটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটি ঘরে ধাক্কা লাগে। এতে, ওই ঘরের বিদ্যুৎ সংযোগটি ছিঁড়ে গিয়ে পিকআপটি বিদ্যুতায়িত হয়ে ওই হতাহতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।