করোনায় সরকার কর্তৃক ঘোষিত হতদরিদ্র ৫০ লাখ পরিবারের জন্য নগদ অর্থ সহায়তা কার্যক্রমের তালিকা প্রণয়নে অনিয়মে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
জনস্বার্থে সোমবার (১৮ মে) ই-মেইলে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন এই নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ভয়াল থাবায় আমাদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং নিম্ন ও মধ্যম আয়ের মানুষগুলো অধিকাংশ ক্ষেত্রে কর্মহীন হয়ে বেকার এবং মানবেতর জীবনযাপন করছে। সরকার সামর্থ্যের সবটুকু দিয়ে অসহায় এবং দুস্থ মানুষের করোনা-কালীন বিপর্যয় রোধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই লক্ষ্যে বিভিন্ন ভাবে খাদ্য সহায়তা এবং নগদ অর্থ সহায়তা প্রদান করে যাচ্ছে।
নানামুখী সরকারি সহায়তার অংশ হিসাবে সব ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে থাকা অসহায় ৫০ লক্ষ পরিবারকে প্রধানমন্ত্রী ২৫০০ টাকা নগদ সহায়তার প্রকল্প দরিদ্র মানুষকে কিছুটা হলেও স্বস্তির নি:শ্বাস ফেলার পথ দেখাচ্ছিলো। উক্ত প্রকল্প এবং তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এক শ্রেণির অসাধু গোষ্ঠীর দুর্নীতি-প্রবণ মানসিকতা ও কর্মকাণ্ডে আমরা হতাশ ও উদ্বিগ্ন।তাই এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে।