এস.এম রফিক,দুর্গাপুর(নেত্রকোনা)
নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ডিএসকে এর হ্যালো আইএম (হিয়া) প্রকল্পের সাথে বাল্যবিবাহ ও ঝড়ে পড়া রোধ বিষয়ে ডিএসকে হলরুমে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সাথে এক সংলাপ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থী ও কমিউনিটি সেচ্ছাসেবকদের উপস্থিতিতে প্রকল্প সহযোগি মোঃ মজিবুর রহমান নয়ন এর সঞ্চলনায় বিস্তারিত আলোচনা করেন প্রজেক্ট ম্যানেজার ইউবিআর ও হিয়া প্রকল্প কাজী হুমায়ুন কবীর, প্রজেক্ট অফিসার রুপন কুমার সরকার রুপক। অন্যদের মধ্যে আলোচনা করেন প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক ওয়ালি হাসান, রিফাত আহমেদ রাসেল,নেটওয়ার্ক সদস্য সম্পা আক্তার,অভিভাবক সাদ্দাম হোসেন সহ অনেকে ।