ময়মনসিংহ ২৯.৩°সে ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বর্ণিল কর্মযজ্ঞের স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার পেলেন শেরপুর জেলা প্রশাসনের ৬ কর্মকর্তা-কর্মচারী


শাহরিয়ার শাকির:

করোনা ভাইরাসকেন্দ্রিক পরিবর্তিত পরিস্থিতিতে পাল্টেছে আমাদের জীবনযাত্রা, পাল্টেছে সবকিছুই। তবে শাশ্বত ও কল্যাণকর সকল কিছু না হয় থাকুক পরিবর্তনের ঊর্ধ্বে। কর্মক্ষেত্রে সৎ, নিষ্ঠাবান, প্রত্যয়ী সরকারী কর্মচারীদের উৎসাহিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০১৭ সাল হতে সারাদেশে সরকারী দপ্তরসমূহে শুদ্ধাচার পুরষ্কার প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় ৯ জুলাই করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন শেরপুর কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত বিশেষ সভায় শেরপুর জেলার জেলা প্রশাসক আনার কলি মাহবুব কর্তৃক এ পুরস্কার তুলে দেয়া হয়।

শেরপুরে ২০১৮-১৯ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন জেলা প্রশাসনের ৬ কর্মকর্তা-কর্মচারী। এরা হচ্ছেন শেরপুরের বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মেসবাহ-উল-আলম ভুইয়া, সাধারণ শাখার অফিস সহকারী আব্দুর রহিম ও সিএ কাম ইউডিএ রেজাউল করিম। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক, ডিজিটাল ও জনমুখী প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তাঁর বর্ণিল কর্মযজ্ঞের স্বীকৃতিস্বরূপ তারা এ পুরস্কার লাভ করেন।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ বি এম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ‌ম্যাজিষ্ট্রেট নমীতা দে, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ওয়ালীউল হাসান, সহকারী কমিশনার মাহমুদুল হাসান এবং নেজারত ডেপুটি কালেক্টর মিজানুর রহমান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত