নিজস্ব প্রতিবেদক,
আগামী ১৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কোরআন খতম, মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ, ট্রাস্ট এর অন্যতম সদস্য মো. ফখরুজ্জামান, অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান, এরিক এরশাদ ও তার মাতা বিদিশা সিদ্দিক উপস্থিত ছিলেন।