এস.এম রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর প্রতিনিধি:
নেত্রকোনাস্থ দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে উপজেলায় কর্মরত ১৩৪ জন শিক্ষকদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদেয় অনুদানের নগদঅর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ অর্থ বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলায় কর্মরত ১৩৪ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ৫ লক্ষ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ফারাজানা খানম, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।