মো. ইয়াকুব আলী,ফুলপুর:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬নং পয়ারী ইউনিয়নে পশ্চিম সাহাপুর হইতে ছোট শুনই ঘাটপাড়া বাজার পর্যন্ত ৪কি. মি. কাঁচা রাস্তার বেহাল অবস্থার জন্য ৭ গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুল – কলেজের শিক্ষার্থীসহ প্রায় ৩/৪ হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে ছোট বড়ও বিভিন্ন মাঝারি ধরনের যানবাহন চলাচল করতে হচ্ছে। সরজমিনে দেখা গেছে, ১কি.মি.কর্দমাক্ত ও পিচ্ছিল কাঁচা রাস্তাটি ছোট বড় গর্ত থাকায় মানুষকে জুতা খুলে পথ চলতে হয়। বিপাকে পড়ছেন, সিএনজি, মোটর সাইকেল অটো রিক্সা ভ্যানসহ চলাচলকারী বাহনের যাত্রীরা। পয়ারী ইউনিয়নে মামদপুরও ছোট শুনই ঘাটপাড়া পাকা রাস্তা না থাকায় উপজেলা সদরে যাতায়াতের জনগনের দুর্ভোগ চরমে পোহাতে হচ্ছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র হাসপাতাল, কলেজসহ কয়েক হাজার ছাত্রছাত্রী বর্ষাকালে এই কাঁচা রাস্তা দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত করে থাকে। মামুদপুর গ্রামের রেজাউল করিম বলেন, এখানে একটি পাকা রাস্তা নির্মাণ না হওয়ায় এলাকার লোকজন ফুলপুর উপজেলা সদরে সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন না। এজন্য তাদের উৎপাদিত বিভিন্ন প্রকার কৃষি পণ্য শহরে বাজারেজাত করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কৃষকরা তাদের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে ৬ নং পয়ারী ইউনিয়নের মামদপুর গ্রামের মো : নজরুল ইসলাম ও আবু তাহের বলেন, শুকানো মৌসুমী রাস্তা সুকনা থাকায় ছেলে মেয়েরা ঠিক মত স্কুল কলেজ বিদ্যালয়ে আসতে পারলে ও বর্ষা মৌসুমী বেশি ঝুকি নিয়ে চলাচল করতে হয়। এলাকাবাসী দাবি একটাই পশ্চিম সাহাপুর থেকে ছোট শুনই ঘাটপাড়া বাজার পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হলে লোকজনের উৎপাদি পণ্য উপজেলা সদরে থেকে পণ্য নিয়ে আসা সহজ হত।