ময়মনসিংহ ২৩.৮৭°সে ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হালুয়াঘাটে জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন


মুহাম্মদ মাসুদ রানা,

হালুয়াঘাট প্রতিনিধিঃ হালুয়াঘাটে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।আজ মঙ্গলবার বিকাল চারটায় হালুয়াঘাট পৌরসভার অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের কাজ, হালুয়াঘাট সীমান্ত সড়ক ও গোবরাকুড়া স্থল বন্দর পরিদর্শন এবং হালুয়াঘাট বাজার প্রশস্তকরণে অবৈধ স্থাপনা উচ্ছেদের দিক নির্দেশনা প্রদান করেছেন।

এ সময় জেলা প্রশাসকের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহেদুজ্জামান, এলজিআরডির নির্বাহী প্রকৌশলী নূর হোসেন ভূঁইয়া, উপজেলা নির্বাহি অফিসার মোঃ রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, পৌর মেয়র খাইরুল আলম ভূঁইয়া, হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ সাগর ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। পরে জেলা প্রশাসক মিজানুর রহমান হালুয়াঘাটের ধারা বাজার পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজ খবর নেন।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত