ময়মনসিংহ ২০.৭৪°সে ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হালুয়াঘাটে ভ্রাম্যমান আদালত করলেন এসিল্যান্ড তানভীর


 

মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাট প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলছে বাংলাদেশে। তাই সংক্রমণ এড়াতে সরকারের বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে সারা দেশের ন্যায় হালুয়াঘাটেও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার হালুয়াঘাট পৌরসভার মধ্য বাজার, কাচারী রোড এবং ধারা বাজারে ক্রেতা, বিক্রেতা ও পথচারীদের জনস্বাস্থ্য সংক্রান্ত নির্দেশ অমান্য ও মাস্ক ব্যবহার না করার অপরাধে সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রন আইনের আওতায় অর্থদন্ড দিয়ে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

হালুয়াঘাট থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ।

জানা যায়, পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে মার্কেট, শপিং মলে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি লঙ্ঘিত হওয়ার আশঙ্কায় চলমান মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত