ময়মনসিংহ ২৯.১১°সে ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীয়ায় শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত


হাফিজুল ইসলাম স্বপন ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ

বাংলাদেশ অওয়ামীলীগের সভানেত্রীর গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ফুলবাড়ীয়ায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বিশেষ দোয়ার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখা। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সম্মানিত সদস্য ও ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম। এসময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মজিবুর রহমান খান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হারুন অর রশিদ, আওয়ামীলীগ নেতা মোঃ অাঃ মালেক প্রমুখ। উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা পরিচালনা করেন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জুরুল হক রাসেল। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত