জয়নাল আবেদীন :
গাছ লাগাই জীবন বাঁচাই এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর অনুপ্রেরনায় ময়মনসিংহ মহানগর কৃষকলীগের বৃক্ষরোপণ কর্মসূচী অব্যহত রয়েছে । শনিবার ১৮ জুলাই সকালে শহরের জয়নুল উদ্দ্যানের সম্মুখে মেয়র ইকরামুল হক টিটু বিভিন্ন প্রজাতির ফলজ, ভেষজ গাছ রোপন করেন । বৃক্ষরোপণ পূর্বে মেয়র বলেন গ্রামের পরিবেশ যেন শহরেও উপলব্ধি করা যায় সে জন্য আমাদের সকলকে বেশী করে গাছ লাগাতে উৎসাহিত করতে হবে ।
গাছ শুধু অক্সিজেনই দেয়না, গাছ সৌন্দর্য বৃদ্ধি করে। এ সময় মহানগর কৃষকলীগের সভাপতি-এ.বি ছিদ্দিক ,সাধারণ সম্পাদক-আবুল হাসেম রায়হান ,সহ-সভাপতিঃ নূর আলী তালুকদার ,রইস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক- মামুনুর রশিদ মামুন, খোকন তালুকদার, মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক- আরমান সরকার ,প্রচার সম্পাদক- অনিক হাসান,মহিলা বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর- শামীমা রহিম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- আতাউর রহমান জুম্মন ,তথ্য প্রযুক্তি সম্পাদক- আজিজুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- শহিদুল ইসলাম , কুটির শিল্প বিষয়ক সম্পাদক- আলমগীর হোসেন , ধর্ম বিষয়ক সম্পাদক- আরিফ আলী , সহ দপ্তর সম্পাদক- আবুল কালাম আজাদ , সদস্য- সুদীপ বিজয় দাস সহ বিভিন্ন ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।