ময়মনসিংহ ২১.০৩°সে ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় আনসার ভিডিপির বৃক্ষরোপন


নেত্রকোনা প্রতিনিধি,

মুজিববর্ষ উপলক্ষ্যে নেত্রকোনা জেলা আনসার ভিডিপির উদ্যোগে রোববার বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করা হয়। সকাল সাড়ে ১০টায় জেলা কার্যালয় প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) পরিচালক মো. জিয়াউল হাসান।  জেলা কার্যালয়ের আশে পাশে পতিত জমিতে বৃক্ষরোপন ও সদস্য সদস্যাদের মাঝে চারা বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে সহকারী জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ আবদুস সামাদ, সার্কেল অ্যাডজুট্যান্ট মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ্ মোফাচ্ছেল হক, সদর উপজেলা কোম্পানী কমান্ডার আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নেত্রকোনা জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) পরিচালক মো. জিয়াউল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে এবং বাহিনীর মহা-পরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের নির্দেশে সামাজিক দুরত্ব বজায় রেখে সদস্য সদস্যাদের মাঝে বিভিন্ন জাতের ফলজ ও ভেষজ গাছের চারা বিতরন করা হচ্ছে। শুধু গাছের চারা রোপন করলেই হবে না, এসব চারা যাতে সুস্থ স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারে তার জন্য উপযুক্ত পরিচর্যা করতে হবে। উদ্বোধনী দিনে জেলার ১০ উপজেলায় ১ হাজার ৫০০ গাছের চারা রোপন ও বিতরন করা হয়।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত