তথ্যপ্রযুক্তি ডেস্ক,
গুগল ও অ্যাপলের ওয়ার্ল্ড ম্যাপ থেকে হাওয়া ফিলিস্তিন। জায়গাটির নাম লিখে সার্চ করলে ইউজারকে দেখানো হচ্ছে ইজরায়েল। বিষয়টি নিয়ে বিতর্ক উঠেছে। অভিযোগ, ইজরায়েলের সম্প্রসারণবাদী নীতির সমর্থনেই এই কাজ করেছে দুই মার্কিন টেক জায়েন্ট।
প্যালেস্টাইনের অস্তিত্ব মুছে ফেলতে মার্কিন সংস্থাগুলো পরোক্ষ ষড়যন্ত্র করছে। অনেকের অভিযোগ, ম্যাপের পর এবার আগ্রাসী তেল আবিভ পৃথিবীর বুক থেকেই প্যালেস্টাইনকে মুছে দেবে।
ইজরায়েল ও ফিলিস্তিন দ্বন্দ্ব নতুন কিছু নয়। এ পর্যন্ত একাধিক যুদ্ধও হয়েছে দুই পক্ষের মধ্যে।