আন্তর্জাতিক ডেস্ক,
সিরিয়ায় সংসদ নির্বাচনে ফের জয়ী হয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাসীন দল বাথ পার্টি। দেশটির নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে আসাদের দল ও তার মিত্ররা ২৫০ আসনের মধ্যে ১৭৭ আসন পেয়েছেন।
গত রবিবার সিরিয়ায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সরকার নিয়ন্ত্রিত এলাকায় মোট সাত হাজার নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এছাড়াও মুক্ত হওয়া পূর্ব গৌতা এবং দক্ষিণাঞ্চলীয় ইদলিব প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২০১১ সাল থেকে সহিংসতা শুরু হওয়ার পর এ নিয়ে তিন বার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো সিরিয়ায়। গত এপ্রিল মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নির্বাচন প্রথম দফা পিছিয়ে মে মাসে নেয়া হয় এবং পরবর্তীতে জুলাই মাস পর্যন্ত পেছানো হয়।