কোভিড-১৯ এর সংকটকালীন সময়ে নন-এমপিও কারিগরি মাদরাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার শিক্ষক-কর্মচারী দের প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে প্রণোদনা দেয়ায় দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদেও একমাত্র পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছে।
৫১ হাজার ২৬৬ জন নন-এমপিও শিক্ষককে জনপ্রতি ৫ হাজার এবং ১০ হাজার ২০৪ জন নন-এমপিও কর্মচারীকে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকাকরে সর্বমোট ২৮ কোটি ১৮ লক্ষ ৪০ হাজার টাকা প্রধান মন্ত্রীর নিজস্ব ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রদান করা হবে বলে ঘোষণা করেন। সংগঠনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী এক বিবৃতিতে বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান দির্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। যারফলে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীগণ কিছুটা স্বাভাবিক থাকলেও নন এমপিও শিক্ষক-কর্মচারীগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
সেদিকে খেয়াল করে মাননীয় প্রধানমন্ত্রী সুবিধা বঞ্চিত সে সকল শিক্ষক-কর্মচারীগণের জন্য যে প্রণোদনা ঘোষনা করলেন, নিঃসন্দেহে তা প্রশংসার দাবী রাখে। নেতৃবৃন্দ আরো বলেন,মাদরাসা শিক্ষা ধারার স্বতন্ত্র ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাযিল ও কামিল স্তরের নন এমপিও শিক্ষক-কর্মচারীগণ কোন রূপ সরকারী বেতন-ভাতা ও অনুদান ছাড়াই যুগযুগ ধরে শিক্ষা কার্যক্রম চালিয়েযাচ্ছে।
এসকলঅবহেলিতশিক্ষককর্মচারীগণকে এমপিওভুক্ত করণসময়ের দাবী। বর্তমান সরকার শিক্ষাবন্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের যে উন্নয়ন সাধিত হয়েছে তা পূর্বে কখনই হয়নি। আশা করছি এমন শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টিতেই দেশের সকল ননএমপিও মাদরাসা শিক্ষক-কর্মচারীগণ এমপিও ভুক্ত হয়ে স্বাভাবিক জিবন যাপনের সুযোগ পাবেন।