ময়মনসিংহ ২৪.০৯°সে ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈশ্বরগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষকদের ঈদ উপহার প্রদান


ইশতিয়াক আহমেদ ইসহাক, ঈশ্বরগঞ্জ:

সারাদেশের ন্যায় ঈশ্বরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারি ও এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এরই মধ্যে বেতন ভাতা ও আসন্ন ঈদ বোনাস পাচ্ছেন। কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা মানবেতর জীবন অতিবাহিত করছেন। তারা শিক্ষক ও আত্মসম্মানের কারণে কারো কাছে চাইতেও পারছেন না। আবার অন্য পাঁচটি পরিবারের মতো নিজের পরিবারের ভরণপোষণেও হিমশিম খাওয়ার মতো অবস্থায় আ‌ছেন। খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বেতন পেলেও মার্চ এপ্রিল মাসের বেতন পাননি তারা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মালিক পক্ষকেও চাপ দিতে পারছেন না। অপর দিকে সরকারের ঘরে থাকার কারণে সকাল বিকাল কিছু টিউশনি ছিল তাও বন্ধ।

ঈশ্বরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি অলক ঘোষ ছোটন জানান, আমরা সরকার ও দেশকে শিক্ষায় সহযোগিতা করছি। জাতিকে শিক্ষিত করার কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছি। প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষক কর্মচারীর বেতন দিতে হিমশিম খাচ্ছি। সরকার বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে প্রনোদনা দিচ্ছে যদি আমাদের কিন্ডারগার্টেন সেক্টরের দিকে একটু নজর দিত তাহলে জাতি গঠনে যারা সহযোগিতা করছে তাদের উপকার হত। তিনি অরোও বলেন আজ আমরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে দেখা করে আমাদের দাবী গুলো বলেছি তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। এসোসিয়শনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সোহেল জানান, উপজেলা নির্বাহী অফিসারের নিকট আমাদের দাবী পেশ ক‌রে‌ছি ইউএনও ম‌হোদয় আমাদের আশ্বাস দিয়েছেন। এ ব্যপারে শিক্ষকবান্ধব উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন জানান,ই‌তোপূ‌র্বে ব্যক্তিগত ভাবে অনেক শিক্ষক আমার সাথে যোগাযোগ করে সরকারি সহযোগিতা নিয়েছেন। আমি জেলা প্রশাসক মহোদয় স্যারের সাথে যোগাযোগ করে সবার জন্য যা ভা‌লো হয় তা করার চেষ্টা করব। উ‌ল্লেখ‌্য ক‌রোনা কালীন এ প‌রি‌স্থি‌তিতে ঈশ্বরগঞ্জ উপজেলা কর্মকর্তা মোঃ জাকির হোসেন মা‌ঠে রাত‌দিন প্রচন্ড ঝু‌ঁকি নি‌য়ে যেমন বাজার ম‌নিট‌রিং, বা‌ড়ি বা‌ড়ি খাবার পৌঁছা‌নো,সামা‌জিক দুরত্ব নি‌শ্চিতকরণ,কৃ‌ষি ক্ষে‌ত্রে পদ‌ক্ষেপ, বিপদগ্রস্থ শিক্ষ‌কের পা‌শে দাঁড়া‌নো সহ নানান কার্যক্রম বাস্তবায়‌নে স‌চেতন মহ‌লের ব‌্যপক প্রশংসা পে‌য়ে‌ছেন।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত