মারফুয়া আক্তার মুনা, ময়মনসিংহ:
শ্রমিকদের খাদ্য, স্বাস্থ্য ও চাকুরির নিরাপত্তা নিশ্চিত করা, বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ব পাটকল আধুনিকায়ন করে শ্রমিকদের কাজে ফিরিয়ে আনা, কলকারখানা ও প্রতিষ্ঠান বন্ধ না করা, শ্রমিক ছাটাই, জুলুম ও নির্যাতন বন্ধ করা, ঝুঁকিভাতা প্রদান, বেকারদের কাজের ব্যবস্থা করা বেকার ভাতার প্রথা চালু করা, ন্যায্যমুল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহ সহ দেশব্যাপী শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা নিশ্চিত করা স্বাস্থ্যখাতে বর্তমান অব্যবস্থাপনা ও দুর্নীতির অবসানের দাবীতে বুধবার ২২ জুলাই দুপুরে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ময়মনসিংহ জেলা কমিটির উদ্যোগে মানব এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন টিইউসি ময়ননসিংহ জেলা কমিটির সভাপতি মাহবুব বিন ছাইফ। বক্তব্য রাখেন টিইউসি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফয়জুর রহমান ফকির, টিইউসি ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান, কার্যকরী সভাপতি কমল বসাক, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, টিউসি নেতা মোকছেদুর রহমান জুয়েল, খোকন মিয়া ,মুক্তার হেসেন, আকবর হোসেন, দিলীপ সরকার, হাসনাইন আলম হাছান, আব্দুল মজিদ, তোফাজ্জল হোসেন, বারেক মিয়া, জালাল উদ্দিন, হুমায়ুন কবির কাজল, আবুল কাশেম সহ টিইউসি’র বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বন্ধু প্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
টিইউসি সভাপতি মাহবুব বিন ছাইফ উক্ত মানববন্ধনে উপস্থিত থাকার জন্য সকলকে ও মানববন্ধনে সহযোগিতা করার জন্য প্রশাসনও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।