ময়মনসিংহ ২৪.৬°সে ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মানবসেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করছেন ময়মনসিংহের ডিসি মিজানুর রহমান।।


আরিফ রববানী, ময়মনসিংহ:
করোনায় সবাই জীবনের মায়া নিয়ে ব্যস্ত। ঘর থেকে বের হয়না অনেক বড় বড় সরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি এমনকি রাজনৈতিক দলের নেতারাও। তবে বসে নেই ময়মনসিংহের জেলা প্রশাসক। তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে মৃত্যুর ঝুকি উপেক্ষা করে জেলার সর্বত্রই করোনার সংক্রমন এড়াতে করনীয় প্রসঙ্গে জনসচেতনতা সৃষ্টি করতে মাঠে দিন-রাত কাজ করছেন।

ঘরে থাকা কর্মহীন মানুষের জন্য সরকারের দেয়া নিত্য প্রয়োজনীয় খাদ্য ও সুরক্ষা সামগ্রী কর্মহীনদের মাঝে স্বচ্ছতার সাথে বিতরণ নিশ্চিত করেছেন তিনি। করোনায় সর্বক্ষনিক পরিস্থিতি পর্যবেক্ষন করেছেন। জেলার সকল উপজেলা, ইউনিয়ন পর্যায়ে বসবাসরত দুঃস্থ অসহায় কর্মহীনদেরও খোঁজ খবর রেখেছেন সমানতালে। করোনা সংক্রমনে এড়াতে অবিরাম সাহস যুগিয়েছেন আত্মবিশ্বাসী করে তুলছেন করোনা যুদ্ধে জয়লাভ করার কৌশলও শিক্ষা দিয়েছেন কর্মগুণে আলো ছড়ানো ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) ড. মিজানুর রহমান।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর মিছিলে বিশ্ববাসী যখন দিশেহারা তখন করোনার পার্দুভার ঠেকাতে আট ঘাট বেধে মাঠে নেমেছিলেন তিনি।

অক্লান্ত পরিশ্রমী, সৎ, দক্ষ ও মানবদরদী খ্যত জেলা প্রশাসক ড. মিজানুর রহমান এখনো বসে নেই পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করে যাচ্ছেন বিরামহীন। অর্থনৈতিক মন্দা কাটিয়ে ঊঠতে ফসল উৎপাদনের উপরও গুরুত্ব দিয়েছেন তিনি। অনাবাদি জমিগুলোতেও ফসল উৎপাদন করতে মাঠ পর্যায়ে কৃষকদের উৎসাহিত করেছেন। এক চিলতে ফসলি জমি যেন অনাবাদী না থাকে সে দিকে দৃষ্টি রাখতে দায়িত্বশীলদের নির্দেশনা দিয়েছেন। জেলার প্রতিটি ভূমি অফিসে সমকালীন গ্রাহক হয়রানির চিরচারিত প্রথা ভেঙ্গে দিয়ে উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করেছেন ডিসি মিজানুর রহমান।

করোনাকাল ও জনকল্যাণের কথা বিবেচনা করে চালু করেছেন জেলা প্রশাসন ময়মনসিংহ গণশুনানি লাইভ। প্রতি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জুম ক্লাউডের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার সমস্যা, মানবিক সহায়তা, ত্রাণ বিতরণসহ অন্য যে কোন বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক ড. মিজানুর রহমান সরাসরি ভিডিও কলে কথা বলে থাকেন। মানুষের কথাগুলো গুরুত্বের সাথে শুনেন, সমস্যার সমাধানও দিয়ে থাকেন। সামনের দিনগুলোতেও পাশে থাকবেন বলে প্রতিশ্রতি দিচ্ছেন। করোনা কালের ভয়াবহতা ও দুঃচিন্তা কাটিয়ে মানুষের মুখে স্বস্থির হাসি ফুটিয়েছেন। এ যাবৎকালের শ্রেষ্ঠ জনপ্রিয় জেলা প্রশাসক হিসেবে ময়মনসিংহবাসীর অকুন্ঠ সমর্থনও লাভ করেছেন। নিজের কর্মস্থল ময়মনসিংহবাসীর জন্য সুখ, শান্তি, বিশ্রাম, আরাম, আয়েশ সবই বিসর্জন দিয়েছেন। মানবসেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

প্রকাশ্য খাদ্য সামগ্রী বিতরণের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, মধ্যেরাতেও নগদ অর্থ ও খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন পরিচয় গোপন রেখে ত্রান নিতে ইচ্ছুক যারা তাদের ঘরে। ডিসির কাছে সহায়তা চেয়ে কেউ খালি হাতে ফিরে এসেছেন এমন নজির নেই।

ময়মনসিংহের জেলা প্রশাসক হিসেবে যোগদান পর পর্যায়ক্রমে প্রতিদিন মতবিনিময় ও আলোচনা সভা করে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। অধিনস্থ কারও বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেলে সে যেই হোক ছাড় দেয়া হবেনা বলে জানান দিয়েছিলেন। অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। সম্প্রতি ফুলবাড়িয়া উন্নয়ন কর্মকান্ডে রডের বদলে বাঁশ কান্ডে মেম্বার বরখাস্ত হওয়া,ভালুকায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার হওয়া তারই উজ্জ্বল দৃষ্টান্ত।তিনি প্রমাণ করেছেন দুর্ণীতি করলে কাউকে ছাড় নয়।

সততার সাথে দায়িত্ব পালনে অবিচল এ জেলা প্রশাসকের কাছ থেকে অবৈধ উপায়ে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে ব্যর্থ হয়েছেন অনেক ক্ষমতাধর জনপ্রতিনিধিও। বদলীর হুমকিতেও একটুকুও বিচলিত হননি সাম্যবাদ অগ্রদুত অসাম্প্রদায়িক নীতির খাটি বাঙ্গালী বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শে চলা ডিসি মিজানুর রহমান।

ময়মনসিংহের জেলা প্রশাসক ড. মিজনুর রহমান বলেন, দেশের সকল সেক্টরে অভাবনীয় সাফল্য অর্জন করেছে আওয়ামীলীগ সরকার। ব্যাপক উন্নয়নমুলক কর্মকান্ডে বদলে যাওয়া বাংলাদেশ এখন বিশ্বের মানচিত্রে উন্নয়নের রুল মডেল। আমাদের সবারই উচিৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে চলা। ময়মনসিংহ বিভাগীয় শহরের প্রতিটি সেক্টরে কাঙ্খিত উন্নয়ন দ্রুত দৃর্শ্যমান করা হবে।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত