ময়মনসিংহ ২৯.৬৫°সে ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধোবাউড়ায় রাজনৈতিক উত্তেজনা! সতর্কমূলক টহলে পুলিশ


মোঃ হাবিব উল্লাহ হাবিব ধোবাউড়া প্রতিনিধিঃ

ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা আওয়ামীলীগের ১৫ আগষ্ট উদযাপন উপলক্ষে দুই গ্রপের সভা আহবান নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। গত শনিবার ১১.০০ ধোবাউড়া সরকারি আদর্শ ডিগ্রী কলেজ প্রাঙ্গনে আওয়ামীলীগের একাংশের ১৫ আগষ্ট উদযাপন ও কর্মী সভা আহবানকে কেন্দ্র করে এক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। উল্লেখ্য যে, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংঘটন সমূহ দুই গ্রুপে বিভক্ত হয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোজাম্মেল হোসাইন এবং সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুলের নেতৃত্বে দুই অফিসে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। জানা যায়, সম্প্রতি বিজিএফের কার্ড বিতরণকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়।

এর জের ধরেই উল্লেখিত শনিবার দুই গ্রপের সভা আহবান করা নিয়ে দলের দুই গ্রপের মধ্যে টান টান উত্তেজনার সৃষ্টি হয়। যেকোন অপৃতিকর ঘটনা এড়াতে ধোবাউড়া সদর বাজারের ভিবিন্ন প্রবেশদারে পুলিশের টহল ছিল চোখে পড়ার মতো। সকাল ৯.০০ ঘটিকা থেকে সন্ধা ৬.০০ ঘটিকা পর্যন্ত পুলিশি টহল অব্যাহত ছিল। এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল বলেন, ১৫ আগষ্ট পাালন ও প্রকৃত আওয়ামীলীগের নেতাদের বাদ দিয়ে কার্যক্রম পারিচালনা বিষয়ে সভা আহবান করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন বলেন, ১৫ আগষ্ট পালন উপলক্ষে সভা এবং মাননীয় সাংসদ জুয়েল আরেং এর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র রোধ করতে জরুরী আলোচনা সভা আহবান করা হয়। এ ব্যপারে অফিসার ইন-চার্জ আলী আহাম্মদ মোল্লা বলেন, একই দিনে দুই স্থানে দুই গ্রপের সভা আহবান করায় বিশৃংখলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামন বলেন, করোনাকালীন সময়ে এমনিতেই মিটিং মিছিল নিষিদ্ধ, তাছাড়া বিশৃংখল পরিবেশের আশংখায় প্রশাসন সতর্কতা অবলম্বন করছে।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত