আরিফ রববানীঃ
মহান স্বাধীনতার অগ্রনায়ক,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষীকি উপলক্ষে মুজিবর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলার মহিয়সী নারী,গণতন্ত্রের মানস কন্যা বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের সম্মানিত সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব, অধ্যাপক ডাঃ এম এ আজিজ এর পক্ষ থেকে গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক, মুজিব আদর্শের তরুণ জনবান্ধব রাজনীতিবিদ যুবনেতা এইচ এম ফারুক।
২৬শে জুলাই রবিবার তিনি উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নেের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্পটে মুজিব শতবর্ষ উপলক্ষে ফলজ ও ঔষধি গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রোপন করে কর্মসুচী পালন করেন।
এসময় যুবলীগ নেতা এইচ এম ফারুক চলমান মহামারী করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকতে সকলকে সচেতন থাকার আহবান জানিয়ে বলেন- বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনা একজন মানবিক নেত্রী, সাধারণ মানুষের যে কোন সমস্যায় মহিয়সী নারী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দেন।
তিনি বলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা দেশের যেকোনো দুযোর্গে মানুষের পাশে থাকে। করোনা এবং বন্যায় যুবলীগের প্রতিটি নেতাকর্মী মাঠে রয়েছে। আমাদের যুবলীগের সুযোগ্য চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে ঝুঁকি নিয়ে মানুষকে সহায়তা দিচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বাড়ি বাড়ি সহায়তা সামগ্রী পৌঁছে দিয়েছি।
বাংলাদেশের কোথাও একটি মানুষ না খেয়ে থাকেনি। বন্যায়ও কেউ না খেয়ে থাকবে না, সরকার এবং আমাদের দলের নেতাকর্মীরা মাঠে কাজ করছে। আমিও আপনাদের যেকোন সমস্যায় বিপদে-আপদে পাশে থাকবো।যে কোন সমস্যা আমাকে অবগত করলে আমি আমার সাধ্যমত আপনাদের পাশে থেকে সহযোগিতা করবো। তিনি বলেন-আপনারা আমার নেত্রী, গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ থাকেন,কারণ উনি সুস্থ মানেই আমাদের দেশ ও আমরা সুস্থ।