ময়মনসিংহ আওয়ামী লীগের কিংবদন্তী নেতা সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তথ্যপ্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি। তিনি ময়মনসিংহ প্রেসক্লাবের করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর তহবিল থেকে সাংবাদিকদের সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে যোগদান শেষে সাবেক ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন।
২৬ জুলাই রবিবার ময়মনসিংহের নাটকঘরলেন মন্ত্রীর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তথ্যপ্রতিমন্ত্রী। এ সময় তিনি অধ্যক্ষ মতিউর রহমানের সাথে কুশল বিনিময় করেন। রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন।
এসময় নাটকঘরলেনে তথ্যপ্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান, ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ফয়জুর রাজ্জাক উষান। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, বন ও পরওবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রতন, ডাক্তার আশিকুর রহমান, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবিএম আক্তারুজ্জামান রবিন,জেলা যুবলীগ সদস্য পিন্টু সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগ দেবাশীষ পান্না, মহানগর ছাত্রলীগ নেতা তাজমুল হুদা জনি, আকাশ,ডিএম আকাশ প্রমুখ।