ময়মনসিংহ ২৯.১১°সে ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


মজিবুর রহমান ফয়সাল:

উপজেলায় সড়ক দুর্ঘটনায় আম্বিয়া খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে। সোমবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নান্দাইল উপজেলার ঝালুয়া নামক স্থানে এই দুর্ঘটনায় ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল ৮টার দিকে যাত্রী বুঝাই একটি ইজিবাইক ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে নান্দাইল থেকে কানুরামপুর যাচ্ছিল। পথে ঝালুয়া নামক স্থানে পৌছালে ময়মনসিংহগামী একটি ট্রাক পেছন দিক থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি ধুমড়ে মুছড়ে গিয়ে ৫ জন আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আতকাপাড়া গ্রামের হাদিস মিয়ার স্ত্রী আম্বিয়া খাতুন মারা যায়। আহত ব্যক্তিরা হলেন মোয়াজ্জে¦মপুর গ্রামের আব্দুর রশিদ (৬৫), আব্দুর রহমান (৫০), কপলহার গ্রামের উজ্জল মিয়া (৩২), ও তসরা গ্রামের আলেক হোসেন (৫০) নান্দাইল হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত