মজিবুর রহমান ফয়সাল:
উপজেলায় সড়ক দুর্ঘটনায় আম্বিয়া খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে। সোমবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নান্দাইল উপজেলার ঝালুয়া নামক স্থানে এই দুর্ঘটনায় ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল ৮টার দিকে যাত্রী বুঝাই একটি ইজিবাইক ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে নান্দাইল থেকে কানুরামপুর যাচ্ছিল। পথে ঝালুয়া নামক স্থানে পৌছালে ময়মনসিংহগামী একটি ট্রাক পেছন দিক থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি ধুমড়ে মুছড়ে গিয়ে ৫ জন আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আতকাপাড়া গ্রামের হাদিস মিয়ার স্ত্রী আম্বিয়া খাতুন মারা যায়। আহত ব্যক্তিরা হলেন মোয়াজ্জে¦মপুর গ্রামের আব্দুর রশিদ (৬৫), আব্দুর রহমান (৫০), কপলহার গ্রামের উজ্জল মিয়া (৩২), ও তসরা গ্রামের আলেক হোসেন (৫০) নান্দাইল হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।