এস.এম রফিকুল ইসলাম রফিক:
নেত্রকোনার দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটি আয়োজিত বৃটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্টাতা সভাপতি কমরেড মণিসিংহ’র ১১৯তম জন্মজয়ন্তী ২৮ জুলাই মঙ্গলবার পালিত হবে।
এ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে কমরেড মনিসিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।