এনামুল হক ছোটন:
ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ গতকাল শনিবার পরিদর্শন করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। পরিদর্শনকালে তিনি সিরতা ও চরঈশ্বরদিয়া এবং চরনিলক্ষীয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। ভিজিএফ চাল উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিরতা ও চরইশ্বরদিয়া এবং চরনিলক্ষীয়া ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং স্থানীয় জনগণ। এছাড়াও পরে খাগডহরে সামাজিক দূরত্ব বজায় রেখে সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এর উপস্থিতে যৌতুকবিহীন বিশ জন যুবক -যুবতীর মধ্যে বিবাহ অনুষ্ঠিত হয়েছে।