ময়মনসিংহ ২৩.৮৭°সে ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ডিসি মিজানুর রহমান এর উদ্যোগে Wear Your Mask Campaign


তাইজুল ইসলাম জুয়েল:

বিশ্ব যখন মহামারী করোনা ভাইরাস সম্পকে আতংকিত আজ ঠিক সেই সময়ে থেমে থাকেনি ময়মনসিংহ জেলা প্রশাসন এর সচেতনতা মূলক প্রচার- প্রচারনা। দীর্ঘদিন ধরেই তাদের বিভিন্ন সচেতনতা মূলক কার্যকলাপ তারা নগরে মাইকিং করে, লিফলেট বিতরন করে আসছে।এরই ধারাবাহিকতায় – স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি, করোনার বিস্তার রোধ করি’’  এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসন, ময়মনসিংহ এর উদ্যোগে Wear Your Mask Campaign শুরু হয়েছে।

(২৮ জুলাই)মঙ্গল বার সকাল ১১ ঘটিকায় সমগ্র ময়মনসিংহ জেলায়  মাস্ক পরিধানের বিষয়ে সবাইকে সচেতনতার সাথে সাথে আগ্রহী করে তোলার জন্য বিভাগীয় কমিশন এর কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে  যার যার অবস্থান থেকে মাস্ক ক্যাম্পেইন অংশগ্রহণ করা হয়।আর তখন পথচারী ও রিকশাচালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয় ও তার পাশাপাশি তাদেরকে সচেতনা মূলক নির্দেশনা দেওয়া হয়। সকলকে মাস্ক এবং বিধি মানার জন্য আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি। এসময় বক্তব্য স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান সবাইকে যার যার অবস্থান থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

জেলা প্রশাসক আরো জানান, জেলা সদরসহ জেলার ১৩টি উপজেলায় সকল সরকারি, বেসরকারি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বেসরকারি ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টার ও হাসপাতালসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে একযোগে এই মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি ও বেসরকারি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারি ছাড়াও সাংবাদিকগণ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ নেন। মাস্ক ক্যাম্পেইনটি মাস্ক ক্যাম্পেইনে আরো বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজীব কুমার সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব উল আহসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ. কে দেবনাথ, সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা লুৎফুন নাহার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব সহ সিটি কর্পোরেশনের অন্যান্য প্রমুখ ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত