ময়মনসিংহ ২১.০৩°সে ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেরপুরে ইসলামী ব্যাংকের বাজিতখিলা ও কামারেরচর উপশাখা উদ্বোধন


শাহরিয়ার শাকির শেরপুর জেলা প্রতিনিধি:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শেরপুর শাখার অধীনে শহরের অদূরে বাজিতখিলা বাজার ও কামারেরচর বাজার উপশাখা উদ্বোধন করা হয়েছে। বাজিতখিলা বাজার ও কামারেরচর বাজারে পৃথক দুটি ব্যাংক ভবনে আজ ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে এ দুটি উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপশাখার ইনচার্জ যথাক্রমে মো. জিন্নাত আলী ও মো. রবিউল ইসলাম। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শেরপুর শাখা প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ. এ. এম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ময়মনসিংহ জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. মুহাম্মদ সোলায়মান। বক্তব্য দেন ময়মনসিংহ জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বসির আহাম্মদ, বাজিতখিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমির আলী সরকার, কামারেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, কামারেরচর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান দুলাল, বাজিতখিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মজিবর রহমান, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড শেরপুর শাখার ইনচার্জ শাহজাহান মল্লিক, ব্যবসায়ী বুরহান উদ্দিন, মো. আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জুনিয়র অফিসার মো. আবু কাউছার। আলোচনা শেষে ফিতা কেটে উপশাখা দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

আপনার মতামত লিখুন :

 
   
২০২০ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত